মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

করোনা আক্রান্ত ৮৮ শতাংশের বাস শহরে

তরফ নিউজ ডেস্ক : করোনা আক্রান্তের মধ্যে ৮৭.৮ শতাংশ মহানগরীতে। গ্রামের বাসিন্দা ৬.৮ ও উপজেলার বাসিন্দা ২.৯ শতাংশ। কোভিড-১৯ প্রাদুর্ভাব উদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা হতে গৃহীত কার্যক্রম ও গবেষণা কার্যক্রমের ফলাফল অবহিতকরণ সভায় এ তথ্য তুলে ধরা হয়।

গবেষণায় উঠে আসে, ৬৯.৮ শতাংশ আক্রান্ত জানেন না কোথা থেকে আক্রান্ত হয়েছেন। আর ৫১.৬ শতাংশ লোক জানেন না কিভাবে সুরক্ষিত থাকা যায়। এর মধ্যে ৫২.১ শতাংশ লোক মাস্ক ব্যবহার, ৫১.৮ শতাংশ নিয়মিত হাত ধোয়া ও ৫৭.৫ শতাংশ লোক হ্যা- স্যানিটাইজার ব্যবহার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com