রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় লাকসাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) লাকসাম পৌরসভা, বাকই, কান্দিরপাড় ও মুদাফরগঞ্জ ইউনিয়নে ৩০৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রতিটি পরিবারকে বিশ কেজি চাল, সোয়া দুই কেজি মসুর ডাল, সোয়া দুই কেজি মুগ ডাল, সোয়া দুই কেজি ছোলার ডাল, আড়াই লিটার ভেজিটেবল অয়েল (সয়াবিন তেল), এক কেজি চিড়া, আধা কেজি চিনি ও আধা কেজি লবন দেয়া হয়।
ওই সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর আলী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম শাহীন, মহিলা মেম্বার শামীমা আক্তার, বাকই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল আউয়াল, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের মেম্বার সাইফুল ইসলাম চৌধুরী, লাকসাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, চট্রগ্রাম এপিসি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ, লাকসাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, প্রোগ্রাম অফিসার মো: মহসিন খান, প্রোগ্রাম অফিসার সুব্রত মল্লিক, প্রোগ্রাম অফিসার লাকি গোমেজ, স্পন্সরশীপ সিস্টেম সাপোর্ট অফিসার লিজা হালদার , গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।