শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

বাহুবলে সানশাইন অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও’র উদ্বোধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সাইশাইন অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিওর উদ্ভোধন করছেন ইউএনও স্নিগ্ধা তালুকদার

করোনাকালীন দূর্যোগময় মূহুর্তে শিক্ষার্থীদের সময়োপযোগী পাঠ দানের লক্ষে সরকারি নির্দেশনায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুলে গত ৯ জুন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু হয়।

নিরবিচ্ছিন্নভাবে সফল অনলাইন ক্লাস পরিচালনায় অনলাইন ক্লাস রেকর্ডিংয়ের সুন্দর পরিবেশ হিসেবে অত্র প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় শিক্ষকদের জন্য একটি মানসম্মত রেকর্ডিং স্টুডিও উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।

তারই ধারাবাহিকতায় শনিবার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সানশাইন অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব স্নিগ্ধা তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সানশাইন স্কুলের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন শাহ, হবিগঞ্জ জেলা এটুআই এ্যাম্বেসেডর মো. লোকমান খান ও মো.মামুনুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম.শামছুদ্দিন।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণ বাহুবল উপজেলার একমাত্র অনলাইন প্রতিষ্ঠান হিসেবে আজকের সানশাইন অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও’র উদ্বোধনী অনুষ্ঠানের প্রশংসা করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মোঃ মহিউদ্দিন, গীতা পাঠ কনেন সানশাইনের ছাত্রী শৈলী দেব স্বেতা, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শারমিন আক্তার সুমি ও সহযোগী ছিলেন আল সায়েম শাকিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com