শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন -শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রনধীর কুমার দেব চেয়ারম্যান শ্রীমঙ্গল উপজেলা পরিষদ। অতিথি হিসেবে ছিলেন ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মো: জাকিরুল হাসান, উপজেলা প্রোগাম অফিসার রিফা তামিম ( মৌলিক সাক্ষরতা প্রকল্প ৬৪), বাস্তবায়নকারী সংস্থা (ওয়াফ) এর কো-অর্ডিনেটর শাহ শাহিদ আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, বেগম রাছুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, পশ্চিম ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবা রাণী দেব প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমন্ডলী এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।