শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিশিদ্ধ পলিথিন ব্যবসা ও অবৈধভাব মজুতের দায়ে তিনটি পলিথিনের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় এই তিনটি প্রতিষ্টানের মালিকদয়কে ভ্রাম্যম্মান আদালত এক লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদন্ড প্রধান করে। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ২টার দিকে শহরের স্টেশন রোডে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন র্যাব ৯ শ্রীমঙ্গল এর কমান্ডার মেজর নোমানের নেতৃত্বে র্যাবের একটি টিম ও প্রসিকিউটর হিসেবে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার সহযোগিতা করেন। পরে উদ্ধারকৃত অবৈধ আড়াই টন পলিথিন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারকে হস্তান্তর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো.নেছার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধ পলিথিন বিক্রয় ও মজুদের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘনের অপরাধে ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ী আরেফিন সিদ্দিকী (৩০) কে বিশ হাজার টাকা), সুমন রায় (৩৪) কে ৫৫ হাজার টাকা ও মাসুদ রানা (৪২) কে এক লক্ষ টাকাসহ ৩ টি মামলায় মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়।