সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কুয়েতে পাপুলের বিচার শুরু হচ্ছে ১৭ই সেপ্টেম্বর

তরফ নিউজ ডেস্ক : চার অভিযোগে  সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিচার শুরু হচ্ছে আগামী ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। পাপুলের সঙ্গে এ মামলায় কুয়েতের আরো কয়েকজনকেও আসামী করা হয়েছে। তাদের মধ্যে দেশটির দু’জন আইন প্রণেতাও আছেন। কুয়েতের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
গত ৬ই জুন কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলসহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঘুষ দেয়া, অর্থ পাচার, মানব পাচার এবং ভিসার অবৈধ লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। গত ১৫ই জুন আল-কাবাস সংবাদ প্রকাশ করে যে, পাপুল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এক লাখ ৬৩ হাজার ৩৮৮ ডলার উপহার দেবার কথা স্বীকার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com