শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার বিষয় ভিত্তিক শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরি ও পাঠদান প্রক্রিয়ায় সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, কর্মশালার প্রশিক্ষক ও পুটিজুরী এস.সি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে শিক্ষক মোস্তাকিম বিল্লাহ এবংং কাজল চন্দ্র দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক সুনামগঞ্জের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ ও হবিগঞ্জ অনলাইন স্কুলের চীফ এডমিন, রুস্তমপুর নয় মৌজা মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ লোকমান খাঁন, জাইকা প্রকল্পের UDF মোঃ আজিজুর রহমান। প্রশিক্ষণে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৩০জন শিক্ষক/ শিক্ষিকা অংশগ্রহণ করেন