রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে “আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, সুজিনা আক্তার প্রমুখ।