বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

বাহুবলে চিহ্নিত চোরদের গ্রেফতারে পুলিশকে এক সপ্তাহের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে চোরের উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী এবার প্রতিবাদ সমাবেশ করে থানা পুলিশকে এক সপ্তাহে আল্টিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে চিহ্নিত চোরদের গ্রেফতারে ব্যর্থ হলে এলাকাবাসী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের সোয়াইয়া বাজারে ভাটি অঞ্চলের ষোল গ্রামের যৌথ আয়োজনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তাগণ উপরোক্ত কর্মসূচী ঘোষণা দেন। এর পূর্বে গত ১১ সেপ্টেম্বর দু®কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জের বরাবরে স্মারকলিপি প্রদান করে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু ১৫ দিনের বেশি সময় পার হলেও পুলিশ দু®কৃতিকারীদের গ্রেফতারে ব্যর্থ হওয়ায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় সাতকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে ও সাতকাপন ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কান্তি দাশের পরিচালানয় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, সহ-সভাপতি নিশি কান্ত গোপ, সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার দাশ। বক্তব্য রাখেন আবুল হোসেন মাস্টার, শুকুর মিয়া, ফারুক মিয়া, আব্দুল ওয়াহিদ মাস্টার, আবুল কালাম, মোছাব্বির তালুকদার, কদ্দুছ মিয়া, শফিক তালুকদার, জিতু মিয়া, আবিদ আলী, সিরাজ মিয়া, অলি মিয়া, ফিরোজ মিয়া, মর্তুজা আলী, আব্দুল মালিক, আকল মিয়া, হারুন মিয়া, আব্দুল করিম মেম্বার, সাহাব উদ্দিন মেম্বার, বুলবুল মিয়া, ফটিক মিয়া, অমল ভট্টাচায্য, মুক্তার মিয়া, মজিদ মিয়া, সত্তর মিয়া, জলাই মিয়া, সাবেক মেম্বার এখলাছ মিয়া, বিকাশ গোপ, বারিক মিয়া, প্রমথ দাশ, জ্যোতিষ বিশ্বাস, সিথন দাশ, রানু দাশ, সুব্রত দাশ, রাজিব রায় প্রমুখ। এছাড়াও প্রতিবাদ সভায় অলুয়া, নোয়াগাঁও, সেনারকান্দি, মানিকা, হরাইটেকা, নারায়নপুর, জারিয়া, জগতপুর, গকুলপুর, রসুলপুর, সোয়াইয়া, মানিকপুর, মহব্বতপুর, সারাংপুর, বক্তারপুর, রউয়াইল গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com