বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

তাহিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় তরিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক তরিকুল ইসলাম পঞ্চগড় জেলার আঠোরিয়া উপজেলার বৈশালগড় গ্রামের নঈম উদ্দিনের ছেলে। নিহত তরিকুল ইসলাম পেশায় একজন পল্লী বিদ্যুৎ এর ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইন ম্যান। একই সাথে গুরতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম (২৫)। তিনি তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বারেক টিলা(বড়গোফ টিলা) গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সড়ক রাজাই পয়েন্টে নিহত তরিকুল ইসলাম ওই রাস্তা দিয়ে পায়ে হেটে চানপুর বাজারে দিকে রওনা হন। ওই সময় জাহাঙ্গীর চানপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে তার নিজ বাড়ি বারেক টিলায় যাওয়ার পথে রাজাই পয়েন্টে এসে তরিকুলকে মোটরসাইকেল চাপা দিলে ঘটনার স্থলেই তরিকুল মারা যান। অপর দিকে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় জাহাঙ্গীরকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে ঘইটনাস্থলে তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই নজরুল ইসলাম রাত ৮ টার সময় এসে নিহতের লাশ উদ্ধার করেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com