বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আপাতত বাড়িতেই রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে ওয়াশিংটনের সামরিক হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হাসপাতালে যাওয়ার জন্য আগে থেকেই হোয়াইট হাউসের লনে অপেক্ষমান প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে নিজেই হেঁটে হেলিকপ্টারে ওঠেন ট্রাম্প। তবে বরাবর মাস্কবিরোধী হলেও এ দিন মাস্ক পরেই হেলিকপ্টারে ওঠেন ট্রাম্প।
এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৪ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত) ডোনাল্ড ট্রাম্প নিজের টুইটার অ্যাকাউন্ট এক টুইটে তার ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর জানান।