বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ : তিন ঘন্টা মহাসড়ক অবরোধ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহুবলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাহুবলস্থ রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় যাত্রীবাহী লোকাল বাস ও জিপগাড়ীর মুখোমুখি সংর্ঘষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের একজন দুর্ঘটনা কবলিত জিপগাড়ির চালক শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা এলাকার সঞ্জিত কর্মকার (৩০), অপরজন বাহুবল উপজেলার ফয়েজাবাদ চা বাগানের মহেষ রাজঘর (৪০)।

আহতদের মধ্যে ফয়জাবাদ এলাকার আমেনা বেগম (৫০), শিশু তমা (৭), রীমা (৮), তামিম (১২), রুহেনা আক্তার (৪), কুলসুমা আক্তারকে (৪৫) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিচয়হীন আহত অন্য তিনজনকে বাহুবল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর সাতগাঁও চা বাগানের লছনা এলাকার বাসিন্দারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে বেলা তিনটা পর্যন্ত যানচলাচল বন্ধ রাখে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুন:রায় যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় রাস্তার উভয়পার্শ্বে দুরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com