সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ সমাজে অবহেলিত মানুষের ভাগ্যেন্নয়নে এক প্লাটফর্মে দাড়িয়ে একে অপরের কাঁধে কাঁধ রেখে কাজ করতেই বাহুবল উপজেলা প্রবাসী উন্নয়ন পরিষদ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে সংগঠনের নিজস্ব তহবিল দ্বারা বঞ্চিত উপজেলার উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার পুটিজুরীস্থ বাঁশপাতা রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় বক্তাগণ এ মতামত ব্যক্ত করেন। দেশে অবস্থানরত বাহুবল উপজেলা প্রবাসী উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দের মাঝে একে অপরের সম্পর্ক উন্নয়নের মেলবন্ধনের লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তাগণ আরো বলেন অর্থের অভাবে যারা লেখাপড়া করতে পারছেন না তাদের লেখাপড়া করার দায়িত্ব, ঘরে উপযুক্ত মেয়ে থাকা সত্ত্বেও অর্থের অভাবে বিয়ে নিতে না পারা পরিবারকে অর্থের যোগান দিয়ে বিয়ের আয়োজনসহ অসংখ্য সামাজিক কাজ করবে এ সংগঠনটি। পাশাপাশি পিছিয়ে থাকা উপজেলাকে সামনে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করা হবে বলে বক্তাগণ বলেন।
পূর্ব লন্ডন টাওয়ার হেমলেটসের সাবেক মেয়র এডভোকেট সফিকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, বাহুবল প্রবাসী উন্নয়ন পরিষদের অন্যতম উপদেষ্টা নাজির হোসাইন হাসু, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন তালুকদার, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, মাওলানা আব্দুল জলিল, বাহুবল প্রবাসী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মোঃ আব্দুস সহিদ, আবু ছায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক কারী ফারুক, প্রচার সম্পাদক কাউছার তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মতিউর রহমান সরকার, একাউন্ট হোল্ডার শাহিন তালুকদার, জুনাইদ আহমেদ, শামীম আহমেদ, প্রবাসী শিপন তালুকদার, মোঃ আলমগীর, তাফাজ্জুল হক সেলিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে লন্ডন প্রবাসী এডভোকেট শফিকুল হক বলেন, আমরা সংগঠনের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে আসিনি। এসেছি সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। পিছিয়ে থাকা উপজেলার শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে থাকবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিজ নিজ যোগ্যতার বলেই দেশ ও দশের মুখ উজ্জ্বল করে চলেছেন। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স থেকে সরকার সর্বোচ্চ লাভবান হচ্ছে। অতএব প্রবাসীদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দেয়ার আহ্বান জানান তিনি।
বহু ভাষাবীদ নাজির হোসাইন হাসু বলেন, এতো দিন আমরা প্রবাসীরা ব্যক্তিগত ভাবে যার যার মত করে সমাজের অসহায় মানুষকে সহযোগিতা করেছি। এবার সুযাগ এসেছে এই সংগঠনে মাধ্যমে আরো বৃহৎ আকারে সমাজ সেবা করার। তিনি বলেন, সমাজ সেবা করতে কেবল রাজনীতি করতে হবে এমনতো কথা নয়। এটা ইবাদত মনে করতে হবে। বাহুবলের সন্তান হিসেবে এ এলাকার বঞ্চিত ও অবহেলিত মানুষকে গুনগত শিক্ষা উপহার দিতে আমরা ওয়াদা বদ্ধ।