বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : আলোচনা সভা, র‍্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম এর মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

বৃহস্পতিবার (২২অক্টোবর) দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি কলেজ সড়ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ সড়কের স্টার কমিউনিটি সেন্টারে দূর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখায় গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানাজার মো. আজিজুল হক রাজন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টি.আই) মো. আবু সাঈদ। এসময় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখায় ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com