মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিরিক্ত মুল্যে পেঁয়াজ, রসুন আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রয়ের অপরাধে ৭ টি প্রতিষ্ঠানকে জরিমানা করে সর্বমোট ১ লক্ষ ৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহরের পোস্ট অফিস রোড, পুরাতন বাজার, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় পাইকারি আলুর বাজার মনিটরিং করা হয়।

মনিটরিং কালে নির্ধারিত মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত মেসার্স গোবিন্দ ভান্ডারকে ১৫ হাজার টাকা, শ্রীলক্ষী ভান্ডারকে ২০ হাজার টাকা, মেসার্স জয়গুরু ভান্ডারকে ১০ হাজার টাকা, এ খান বানিজ্যালয়কে ২০ হাজার টাকা, মিলন ট্রের্ডাসকে ১৫ হাজার টাকা, কুমিল্লা বানিজ্যালয়কে ২০ হাজার টাকা, পুরাতন বাজারে অবস্থিত গরীবের বন্ধু আড়ৎকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে র‌্যাব-৯ এর একটি দলসহ জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি এবং নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির আকতার হোসেন উপস্থিত থেকে সহযোগিতা করেন।

পরিচালক মো: আল-আমিন জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com