মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমিহীনদের ভুমি প্রদানসহ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২ প্রকল্পের আওতায় দেশের সকল সহনীয় ও গৃহহীনদের জন্য ভূমি ও নতুন গৃহ নির্মানের লক্ষে ৪০ শতাংশ জমির উপর ১৫ টি গৃহ নির্মান করা হবে। প্রতিটি গৃহ নির্মানে ১লাখ ৭১ হাজার টাকা নির্মান ব্যয় ধরা হয়েছে। এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি (অতিরিক্ত সচিব)
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামের পশ্চিম পাড়া এলাকায় সরকারী খাস জমিতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমেদ প্রমুখ।