মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রশাসনের কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচার ও মাস্কবিহীনদের বিরোদ্ধে ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে করোনার দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) মোকাবেলায় শহরে সাস্থ্য সচেতনতা সৃষ্টি ও সাস্থ্যবিধি অমান্যকারি, মাস্ক বিহীনদের বিরোদ্ধে অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের ভ্রাম্মমাণ আদালত পরিচালিত হয়।
এসময় জেলা শহরের চৌমুহনী, সেন্ট্রাল রোড এলাকায় ভ্রাম্মমাণ আদালতের মাধ্যমে মাস্ক না পড়া ও সাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তিদ্বয়কে ১৯টি মামলার মাধ্যমে ৭হাজার ৯০০টাকার অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা, মোঃ তানভীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও অর্ণব মালাকার। তাঁরা জানান,মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্মমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।