মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মাধবপুরে বিয়ের ৫ দিনের মাথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে বিয়ের ৫ দিনের মাথায় আব্দুল মজিদ (২১) নামে এক যুবকের নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল মজিদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ওই যুবকের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী খবর পেয়ে ওইদিন সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

জানা যায়, গত ১২ নভেম্বর আব্দুল মজিদের সাথে একই উপজেলা উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুল নুরের মেয়ে ফাহিমার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে সোমবার বাড়িতে আসেন তিনি। মঙ্গলবার সকালে তার পরিবারের লোকজন মজিদকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখতে পান।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ মৃত্যু সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com