বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

ম্যারাডোনা চিরনিদ্রায় শায়িত হলেন মা-বাবার পাশে

ক্রীড়া ডেস্ক: ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনাকে সমাহিত করা হয়েছে পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের অদূরে বেয়া ভিস্তা সমাধিস্থলে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ম্যারাডোনার শেষকৃত্যে অংশ নেন তার কিছু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু। তাকে সমাহিত করার আগে অগণিত মানুষ রাস্তায় জড়ো হয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে। বেয়া ভিস্তা সমাধিস্থলের বাইরেও অবস্থান নিয়েছিলেন হাজার হাজার ভক্ত-সমর্থক।

এর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্সিয়াল ভবন কাসা রসাদায় রাখা হয়েছিল ম্যারাডোনার মরদেহ। বুয়েনস আইরেসের সব পথ গিয়ে যেন মিশেছিল সেখানে। ভক্ত, সমর্থকরা একবারের জন্য তার কফিন দেখতে, ভালোবাসা জানাতে ধরেছিল বিশাল লাইন। কয়েকঘন্টা ধরে চলেছিল সেই আয়োজন। করোনাভাইরাসের প্রতিকূলতা উপেক্ষা করে লাখো মানুষ ধরেছিল শোকের মাতম।

কাসা রসাদায় ম্যারাডোনার কফিন ঢাকা ছিল আর্জেন্টিনার পতাকা দিয়ে। তাতে ভক্তরা ছুঁড়ে দিচ্ছিলেন প্রিয় ১০ নম্বর জার্সি। পরে তা রূপান্তরিত হয় স্তূপে। কেউ দিয়ে যান আবেগ-ভালোবাসা দিয়ে লেখা কোনো কাগজ, কারো দেওয়ার ছিল গোলাপ। সমারোহ ছিল বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনার জার্সি-পতাকার।

উল্লেখ্য, গত বুধবার মারা যান ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিগ্রেতে নিজ বাসায় হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নেওয়াও হয়েছিল। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। মহাতারকার মহাপ্রয়াণে শোকে বিহ্বল হয়ে পড়েছে পুরো বিশ্ব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com