বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৪৮তম বিসিএসের ফল প্রকাশ বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি

বাহুবলে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবলে সড়ক দূর্ঘটনায় হাবিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় সাথে থাকা নিহতের সহপাঠী মোঘল চাঁদ (১৬) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার পশ্চিম দ্বিমুড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর একমাত্র পুত্র ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

বন্ধু মোঘল চাঁদের সাথে হাবিবুর রহমান। ফাইল ছবি

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পাশে অবস্থিত নিজ বাসা থেকে বুধবার সকালে হাবিবুর রহমান বন্ধু মোঘল চাঁদ কে সাথে করে তার ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে কামাইছড়া চা-বাগানের উদ্যেশে ঘুরতে বাহির হয়। হবিগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকার চক্রামপুর প্রাইমারি স্কুলের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে হাবিবুর রহমান ও মোঘল চাঁদ গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান কে মৃত ঘোষণা করেন এবং মোঘল চাঁদ কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা নির্দেশ দেন।
আহত মোঘল চাঁদ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মহরম হোসেন জানান, শুনেছি একজন মারা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পড়ে থাকা রক্ত ছাড়া কোন গাড়ির সন্ধান পাইনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com