রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে গ্রাম্য সালিশে মাতব্বরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাতব্বর মফিজুর রহমান (৬৫) একই গ্রামের মৃত হিজ্জ আলী ব্যাপারীর ছেলে। খবর পেয়ে পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মহিলাসহ পাঁচ জনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত ছালামত উল্লাহ খলিফার ছেলে রফিকুল ইসলামের সঙ্গে মাওলানা হাবিবুর রহমান, ফাতেমা ও পারভিন বেগমের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে সম্পত্তির দাবীদার ফাতেমা বেগমের ছেলে ফারুক, ছালামত উল্যাহ খলিফার ছেলে রফিক, ছিদ্দিক মাষ্টারের ছেলে সৈয়দসহ স্থানীয় ওয়ার্ড মেম্বার স্বপন তাদের সম্পত্তির বিরোধ মীমাংসা করার চেষ্টা করেন। ওইসময় উভয় পক্ষের যুক্তিতর্কের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরে সন্ধ্যায় একই পাড়ার ব্যাপারী বাড়ীর মৃত হিজ্জ আলী ব্যাপারীর ছেলে গ্রাম্য মাতব্বর মফিজুর রহমানকে ডেকে নেয় ফাতেমা ও পারভিন। এসময় ভাই ও বোনদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ঝগড়া বেঁধে যায়। এতে মাতব্বর মফিজুর রহমান বাঁধা দিলে ফাতেমা ও তার ছেলে ফারুকসহ কয়েজন ক্ষিপ্ত হয়ে মাতব্বর মফিজুর রহমানের শরীরে উপর্যপরি আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আহত মফিজুর রহমানকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে মাতব্বরের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফাতেমা বেগম, তার ছেলে ওমর ফারুক, পারভেজ, রুবেল ও ঝর্না বেগমকে আটক করে পুলিশে দেয়।
লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।