মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

আগামী শিক্ষাবর্ষেই পুটিজুরী উচ্চ বিদ্যালয়ে চালু হবে কলেজ শাখার কার্যক্রম

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, ‘ আগামী শিক্ষাবর্ষ থেকেই পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ে চালু হবে কলেজ শাখার কার্যক্রম।’ এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। আজ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুদ্দত আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুদ্দীন তারা, শিক্ষা প্রকৌশল, হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ সুয়েব আহমেদ ও পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা সৈয়দ মিনহাজ উদ্দীন আহমেদ। সভায়অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- পুটিজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান শফিক, হাইওয়ে সিলেট রেঞ্জের এএসপি শেখ মাসুদ করিম, বিশিষ্ট সমাজ সেবক মাও.আব্দুল কাইয়ুম জাকী, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের গদ্দিনিশিন মুফতী মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলে এলাহি লুলু। সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী।

সভায় স্নানঘাট ও পুটিজুরী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত বিদ্যালয়ের শিক্ষক মাও. আবু সালেহ মোঃ জাবের ও গীতা পাঠ করেন শিক্ষক স্বপন চন্দ্র পাল। সভায় স্নানঘাট ও পুটিজুরী ইউনিয়নের দুই হাজারেরও বেশী মানুষ অংশ গ্রহণ করেন। প্রধান অতিথিকে শতাধিক সংগঠন ও ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও স্কাউটে প্রেসিডেন্ট এওয়ার্ড প্রাপ্ত বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলেন- ফাহমিদা হক আখঞ্জি তন্বী, ফারজানা আক্তার সিমু ও সৈকত পাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com