সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

সিলেট বিভাগের মধ্যে প্রথম টেস্ট টিউব বেবী সেন্টার চালু হলো শ্রীমঙ্গলে

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: সিলেট বিভাগের মধ্যে এই প্রথম এবং একমাত্র আইভিএফ টেস্ট টিউব বেবী (IVF Test Tube Baby) সেন্টার চালু হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে৷

শহরের কলেজ রোডের দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার এর হলরুমে শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার মাধ্যমে জানানো হয় ৷

এতে প্রেসব্রিফিং করেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টার এর প্রতিষ্ঠাতা ডা. নিবাস চন্দ্র পাল, তার স্ত্রী ম্যানেজিং ড্রাইরেক্টর দীপশিখা ধর, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য্য, দৈপারাণী পাল ৷

প্রেসব্রিফিং এ ডা. নিবাস পাল জানান বাংলাদেশের মধ্যে ১০টি আইবিএফ সেন্টার থাকলেও সিলেট বিভাগের মধ্যে এটি একমাত্র প্রতিষ্ঠান ৷

দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড সেন্টারের যাত্রা শুরু হয় ২০১২ সালে, সিলেট বিভাগে প্রথম এবং একমাত্র বন্ধ্যাত্ব চিকিৎসার সূতিকাগার হিসাবে ৷ প্রথম দিকে রোগীদেরকে বন্ধ্যাত্ব সম্পর্কে কাউন্সিলিং এবং হরমুন এনালাইসিস, সিমেন এনালাইসেস এবং মেডিকেল ট্রিটমেন্ট দিয়েই শুরু করা হয় বন্ধ্যাত্ব চিকিৎসার কাজ ৷ এতে সাফল্য আসে প্রায় ১৮% ৷ পরবর্তীতে ফার্টিলিটি প্রমোটিং সার্জারী ও আইইউআই পদ্ধতীর মাধ্যমে আরো উন্নত চিকিৎসা সেবা শুরু করা হয় ৷ এ পর্যন্ত ৫৪৫ সংখ্যক ফার্টিলিটি প্রমোটিং সার্জারী হয়েছে এবং এর মাধ্যমে কাংখিত সাফল্য প্রায় ১০৯ জনের অর্থাৎ ২০% ৷ শুরু থেকে এ পর্যন্ত আইইউআই পদ্ধতীতে চিকিৎসা নিয়েছেন ৩৩১ জন নারী পুরুষ, কাংখিত সাফল্য ৪৯, অর্থাৎ ১৫% ৷ আনন্দের খবর হল এই সেন্টারের সাফল্যের হার আর্ন্তজাতিক মানের সাথে সামঞ্জস্য পূর্ণ ৷

তিনি আরও জানান বিদেশে গিয়ে ইনফার্টিলিটি’র যে চিকিৎসা পাওয়া যেত এখন তা বাংলাদেশের পর্যটন নগরী শ্রীমঙ্গলেই সেই মানের চিকিৎসা পাওয়া সম্ভব ৷ এতে খরচ পড়বে দু থেকে তিন লক্ষ টাকা ৷ এরই মধ্যে দীপশিখাতে আইভিএফ লেব এ সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগে আইভিএফ, আইসিএসআই, এমব্রয় ফ্রিজিং, স্পার্ম ফ্রিজিং, সেমেন ফ্রিজিং সহ টিসে, টিসা, পিসে, পিসা ইত্যাদি করা হচ্ছে ৷ ইতিমধ্যে ৭জন এজোসপারমিক পুরুষের সেমেন এনালাইসিস করে টিসে করে ৫জনের মধ্যে স্পার্ম পাওয়া যায় এবং এগুলোকে ক্রাইওপ্রিজারভেশন (Crypreservation) করা হয় ৷ এরই মধ্যে আইভিএফ এর রোগী সিলেকশন (Selection) এর কাজ শুরু হয়েছে, আশা করা হয় আগামী বছরের অর্থাৎ ২০২১ সালের জানুয়ারীর শেষ সপ্তাহে আইভিএফ প্রথম ব্যাচ দিয়ে প্রথম টেস্ট টিউব বেবী যাত্রা শুরু হবে ৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মৌলভীবাজার জেলা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com