বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নবীগঞ্জে সার্কেলের উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। ১ম ধাপে গত শনিবার নবীগঞ্জ শহরের সার্কেল প্রশিক্ষণ কেন্দ্রের ৩য় তলায় এবং ২য় ধাপে সোমবার সকালে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে ওই শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সার্কেল প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার মোঃ সাইফুর রহমান খান, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়াসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়ার কার্যক্রম চলমান থাকবে বলে জানান সার্কেলের কর্ণধার মোঃ সাইফুর রহমান খান।
উল্লেখ্য, প্রতিবন্ধী, ছিন্নমুল, অসহায় নারী, পুরুষ, শিশুদের জন্য সার্কেল, সার্কেলের শিক্ষার্থী ও কিছু মানবিক সমাজ হিতৈষী মানুষের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরেও ’অসহায় শীতার্ত মানুষের জন্য মানবিক উষ্ণতা’ স্লোগানকে প্রধান্য দিয়ে শীতবস্ত্র উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।