সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

দেশের মানুষকে খোলা আকাশের নিচে দেখতে চান না প্রধানমন্ত্রী: এমপি শহীদ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে ভুমি ও গৃহহীনদের জন্য গৃহ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে ৷

শনিবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন, অনুমিত ও হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুুুুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি । উদ্ধোধন কালে তিনি বলেন, উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সাথে সাথে এ দেশের গৃহহীন ও দরিদ্র মানুষের কান্ডারী, মানুষের মূখে হাসি ফোঁটিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
গৃহ নির্মান কাজের উদ্বোধন তারই অংশ।

প্রধানমন্ত্রী এদেশের কোন মানুষকে খোলা আকাশের নিচে দেখতে চান না। যাদের এক ইঞ্চি ভুমি নেই ভুমিসহ ঘর তৈরী করে তাদের মাথার উপর ছায়া দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কর্মকান্ড হিসেবে দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটানোর কাজ করে যাচ্ছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভুমি নেছার উদ্দিন,শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রমুখ।

এর আগে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশনেন উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com