সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

বাহুবলের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে এএসপির উদ্যোগ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : “পুলিশ জনতা পাহারায় এক সাথে, নিরাপদ থাকবো প্রতি রাতে” এই স্নোগানকে ধারণ করে বাহুবল থানার সীমান্তবর্তী ও দূরবর্তী গ্রামগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নতুন প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি গতকাল শনিবার বিকালে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা, কোটান্দর, মহাশয় বাজার ও সাটিয়াজুরী অঞ্চলে গিয়ে গ্রামবাসীর সাথে এ বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে বাহুবল থানার সীমান্তবর্তী (পার্শ্ববর্তী থানা) এলাকায় ও থানা সদর থেকে দূববর্তী এলাকার রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করার জন্য নতুন একটি প্রদক্ষেপ হাতে নিয়েছি। সীমান্তবর্তী গ্রামবাসী ও পুলিশের যৌথ সমন্বয়ে এই নিরাপত্তা কার্যক্রমটি পরিচালিত হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা হল গ্রামকে শহরে রূপান্তরিত করতে। আমরা এই ঘোষণাকে বাস্তবায়ন করতেই প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলকে শহরের সমমান নিরাপদ করে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করেছি। দ্রুত সময়ের মধ্যেই বাহুবল থানাধীন সকল সীমান্তবর্তী গ্রামে পৌছে তাদের মাঝে একটি করে কমিটি গঠনের করে দেব। গঠিত কমিটির লোকজন ও পুলিশের সমন্বিত প্রদক্ষেপের ফলেই সীমান্তবর্তী অঞ্চলকে শহরের সমমান নিরাপত্তায় পৌছানো সম্ভব বলে তিনি মনে করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলী, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবীর প্রমুখ।

এদিকে মতবিনিময়কালে গ্রামবাসীও এএসপি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশকে সর্বাত্ত¡ক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com