শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর ৫৬ তম বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২৭ডিসেম্বর) দুপুর বেলা শহরের ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।
অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ কে এম আযম খসরু, সভাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মো.সেলিম পাটোয়ারী, উপ-পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের মোহাম্মদ নাহিদুল ইসলাম,বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সাধারণ সম্পাদক পুলক রঞ্জন ধর, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকারিয়া, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী প্রমুখ।
সভায় সংগঠনের কোষাধ্যক্ষ মো.আমিনুর রহমান আমিন ২০২০ অর্থ বছরের আয় ব্যয় এর হিসাব উপস্থাপন করেন।