রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্টিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। মঙ্গলবার (১৯জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কনফারেন্স রোমে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এসময় শীতের সুস্বাধু বাহারী পিঠাপুলি পরিবেশন করেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সহধর্মিনী লিপি চৌধুরী। বাহারী পিঠা-পুলির স্বাধ নিতে প্রেসক্লাব সদস্য সহযোগী সদস্য সহ অন্যান্যরা অংশ নেওয়ায় প্রাণবন্ত হয়ে উঠে আয়োজন।
প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,সহ-সভাপতি দিপংকর ভট্রাচার্য, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমদ, এম মুসলিম চৌধুরী, মো. মামুন আহম্মেদ, বিশ্বজিৎ ভট্রাচার্য বাপন, সনেট দেব চৌধুরী, সাংবাদিক সাইফুল ইসলাম, হৃদয় দেবনাথ, সৈয়দ সালাউদ্দিন, মুমিনুল হোসেন সোহেল, সৈয়দ আমিরুজ্জামান, আবুজার বাবলা, আনোয়ার হোসেন জসিম, এহসান বিন মুজাহির, তোফায়েল আহম্মদ পাপ্পু, ঝলক দত্ত, রুপক দত্ত, নুর মোহাম্মদ সাগর, শাহাবুদ্দিন আহমদ, রুবেল আহম্মেদ আহম্মদ সুমন, সহ অন্যান্যরা শীতকালীন পিঠাউৎসবে উপস্থিত হয়ে বাহারী পিঠাপুলির স্বাদ গ্রহন করেন।