সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির প্রার্থী তালিকায় নেই চার হেভিওয়েটের নাম আজ সৈয়দ আব্দুল্লাহ’র ৭৮তম জন্মদিন দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রেলের টিকিট কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা বাহুবলে চোরাই গরু ও গাড়িসহ এক ব্যক্তি আটক  ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটিতে দায়িত্ব পেলেন বাহুবলের সন্তান মিনজাব ছাহাম বাহুবলে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার মাধবপুরে জেলা জামায়াতের গাড়ীবহরে হামলা বাহুবলে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন বাহুবলে ‘ওয়াশব্লক’ প্রকল্পের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ

ড. মোমেনকে নিয়ে সিলেটে উচ্ছ্বাস

তরফ নিউজ ডেস্ক: টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন সিলেট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রীদের নাম ঘোষণা করেন। আগামীকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ড. একে আব্দুল মোমেনকে নিয়ে সিলেটে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন সিলেটে তার কর্মী ও সমর্থকরা।

নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পরপরই সিলেট আওয়ামী লীগের নেতা আজাদুর রহমান আজাদ তার ফেসবুক আইডিতে ড. মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।

এক স্ট্যাটাসে আজাদ বলেন, ‘সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এম. পি. স্যার’কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অভিনন্দন ও শুভ কামনা রইলো ড. এ কে আব্দুল মোমেন এম.পি. স্যারের জন্য।’

সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা এডভোকেট আফসর আহমদ লিখেছেন- ‘মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিপুল ভোটে বিজয়ী মাননীয় সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন স্যারকে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করায় মাননীয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অভিনন্দন ও শুভ কামনা রইলো ড. এ কে আব্দুল মোমেন স্যারের জন্য।’

জাতিসংঘ মিশন থেকে প্রায় তিন বছর আগে ড. মোমেন দেশে ফিরে আসেন। এরপর থেকে সিলেট-১ আসনকে ঘিরে নির্বাচনে প্রস্তুতি শুরু করেন আব্দুল মোমেন। তিনি নৌকার প্রার্থী হিসেবে ২ লাখ ৯৮ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com