বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৩৪টি পরিবারকে আর্থ-সামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ১টি করে উন্নত মানের গরু দেওয়া হয়। এসময় গরুর জন্য ক্রস ব্রীড বকনা ও দানাদার খাদ্যও বিতরণ করা হয়।
রোববার (২৪জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ডঃ মোঃ আব্দুস শহীদ এমপি ।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা, মো. আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইফতেকার আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, এছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামিলীগ,’ যুবলীগ-ছাত্রলীগেন নেতাকর্মী সহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।