বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি লালডোরা সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলে অবস্তিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (১ফ্রেব্রয়ারি) সকাল সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গলের নতুনবাজারে সাপটিকে দেখে লোকজন ব্যপ্রাণী সেবাফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সাপটিকে উদ্ধার করেন। সাপটি বিরল প্রজাতির সাপ এটি ওরাল সাপ নামেও পরিচিত, এর ইংরেজি নাম ( রেড নেকড ডিলব্যাক) সাপটিকে বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।
ব্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মাপটিকে তাদের বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। পরে সময় করে বনে অবমুক্ত করা হবে।