রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নবীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা এলাকায় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

এসময় সহযোগিতা করেন বিএসটিআই’র পরিদর্শক মোহাম্মদ পারভেজ এবং নবীগঞ্জ থানার একদল পুলিশ।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, ট্রেড লাইসেন্স, বিএসটিআই সনদ, ল্যাব, ক্যামিস্ট, স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে মৃত সাজিদ উল্লাহ পুত্র মো. মুজিবর রহমান (৬৫) কে বিএসটিআই ২০১৮ এর ১৫ ধারার অপরাধের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং বিসমিল্লাহ বেকারিকে অস্বাস্থ্য পরিবেশে খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই’র লগো ব্যবহার, কোন প্রকার লাইসেন্স ব্যতীত এটি পরিচালিত করায় বেকারির মালিক জাহেদ হাসান শুভ (১৯) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com