মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের প্রয়াত কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট পৌর যুবলীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) মাগরিব বাদ চুনারুঘাট পৌরশহরের মধ্যে বাজারস্থ লস্কর ম্যানশনে চুনারুঘাট পৌর যুবলীগের আহবায়ক নাজমুল হক বকুলের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সাবেক ছাত্র নেতা মুক্তাদির কৃষাণ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আব্দুল তৌহিদ মিয়া, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির সরকার, আওয়ামীগ নেতা আমীর হোসেন চৌধুরী, ফজল মিয়া মহালদার, যুবলীগ নেতা আলহাজ্ব আব্দুল কাইয়ুম, শফিকুর রহমান খাঁন, ফুল মিয়া তালুকদার, শেখ সুমন প্রমূখ।
মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন ধলাইরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নোমান আহমেদ।