রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

সিরাজুল ইসলাম মেডিক্যালে আগুন, ৬ তলা পুরোটাই ধোঁয়ায় আচ্ছন্ন ছিল

তরফ নিউজ ডেস্ক : মালিবাগ মৌচাক এলাকায় অবস্থিত ড. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস হোটেলের নিচতলায় সুইচ বোর্ডে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৫ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১০টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের  তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আলোর ঝলকানি দেখা যায়। এরপরই আশপাশের ভবনে হৈ-হুল্লোড় শোনা যায়।

খিলগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, ড. সিরাজুল হাসপাতালে নার্সেস হোস্টেলের তিন নম্বরের ছয় তলা ভবনের নীচ তলার সুইচ বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রচন্ড ধোঁয়া বের হতে থাকে। পুরা ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছুটা হৈচৈ পড়ে যায়।

তিনি আরও জানান, সবকিছুই নিয়ন্ত্রণে আছে। যন্ত্রপাতির মাধ্যমে ধোঁয়া বের করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হতাহতের সংবাদ এখনও পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com