মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব। এমন প্রতিপ্রাদ্য সামনে রেখে এবারে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৮ জন নারী উদ্যোক্তাকে স্বাবলম্ভী হতে ঋন সহায়তা প্রধান করা হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় নারীদের এ সহায়তা প্রধান করা হয়।
এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে ঋন সহায়তা বিতরন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিতে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. নেসার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা আ’ লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন সহ বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা, স্কুল শিক্ষিকা, নারী নেত্রী, এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।