সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল শহরের পৌর এলাকা শাপলাবাগে জনগুরুত্বপুর্ণ সড়কে রেলওয়ের স্টেশনের প্রথম রেলক্রসিং। গুরুত্বপুর্ণ এই রেলক্রসিংটির গেইটম্যানের বিরোদ্ধে কর্তব্য অবহেলার অভিযোগ পাওয়া গেছে। গেইটম্যান থাকলেও তার বিরোদ্ধে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগ করেছেন এলাকাবাসী।
শাপলাবাগ ও সিন্দুরখান রোডের সংযোগ এই সড়কের ক্রসিং পার হয়ে প্রতিদিন চোট-বড় হাজারও যানবাহন চলাচল করে। প্রায়ই দেখা যায়, ট্রেন এলেও তোলা হয় না নিরাপত্তা গেইট। গেইটম্যানের এমন দায়িত্ব অবহেলার কারণে যেকোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটার আশস্কা রয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গেইট দিয়ে পার হতে গিয়ে দেখা যায়, একটি ট্রেন রেলপথ দিয়ে গেইট অতিক্রম করছে। আর সড়ক পথে দাঁড়িয়ে আছে অনেকগুলো যানবাহন। কিন্তু রেলক্রসিয়য়ের গেইটটি রয়েছে উপরে তোলা। অর্থাৎ গেইট নামানো হয়নি। ট্রেন চলে যাবার পর খোঁজ নিয়ে দেখা যায়, এই ক্রসিংয়ের জন্য একজন গেইটম্যান নিয়োগ আছে। কিন্তু ট্রেইন এলেও খোঁজ মেলেনি দায়িত্বরত গেইটম্যানের।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, প্রায়ই গেইটম্যান থাকে না, দিনের বেলায় অনেক সময় সাধারণ লোকেরা বা এলাকার ছেলেরা গেইট উঠা নামানোর কাজ করে। আর রাতের বেলা গেইটম্যান কখনোই থাকেনা। স্থানীয় বাসিন্দারা দাবি জানান, কতৃপক্ষ যেনো এই গেইটম্যানের বিরোদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়ার।
এব্যাপারে দ্বায়িত্বরত সহকারী স্টেশনমাষ্টার উদয় কুশল সিনহার নিকট জানতে চাইলে তিনি জানান, এই গেইটটি তাদের ট্রাফিক বিভাগের দ্বায়িত্বে নয়। ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে, এবং এখানে গেইটম্যান নিয়োগ রয়েছে। কেন এমন হলো বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান।
জানতে চাইলে পিডাব্লিউ ইন চার্জ মো. মানির হোসেন জানান, গেইটটিতে ৩জন গেইটম্যান দায়িত্বে আছেন, তারা পালাক্রমে ৮ ঘন্টা করে দায়িত্ব পালন করছেন। তবে গেইটম্যানের কর্তব্য অবহেলার অবিযোগের খোঁজখবর নিবেন বলে জানান।