সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

লাউয়াছড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিপন্ন চিতাবিড়ালের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: লাউয়াছড়া বনের ভেতর দিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল যে সড়কটি রয়েছে, সেই সড়কে প্রায়ই দ্রুতগামী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী মৃত্যুর ঘটনা ঘটছে।

শুক্রবার (১২ মার্চ) সকালে লাউয়াছড়ার জানকিছড়া এলাকায় একটি বিপন্ন ছিতাবিড়ালের মৃত্যু ঘটে। সকালে শ্যামলদেব বর্মা নামে একজন পথচারী চিতাবিড়ালের মৃতদেহ দেখতে পায়। এসময় প্রাণীটির দেহে আঘাতের চিহৃ ছিল। ধারনা করা হচ্ছে, প্রাণীটি রাতে কিংবা ভোরবেলা কোনো এক সময় দ্রূতগামী কোন গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা গেছে।

এব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে শুক্রবার সকালে একটি চিতা বিড়াল মারা গেছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রয়োজনীয় কাজ সেরে চিতা বিড়ালটিকে মাটি চাপা দেওয়া হবে।
উল্লেখ্য, চিতাবিড়াল নিশাচর প্রাণি। বসতভূমি ধ্বংস, খাদ্যসংকটসহ নানান প্রতিবন্ধকতায় বর্তমানে এ প্রাণি বিপন্ন। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) চিতাবিড়ালকে ‘রেডলিস্ট’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com