শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : শিগগিরই চাকরিতে বয়স বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আগামী এক মাসের মধ্যেই সরকারি চাকরিতে বয়সসীমা বাড়িতে ৩২ করা হতে পারে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেছেন, ক্যাডার সার্ভিসের সমতা বিধান ও সরকারি চাকরিতে বয়স বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে।মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফরহাদ হোসেন এসব কথা বলেন। এছাড়া প্রশাসনে ক্যাডার বৈষম্য নিরসনসহ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের মতো নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নতুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মেহেরপুর-১ আসন থেকে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন।