শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরা নিশ্চিত করতে প্রচারণা চালাচ্ছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ও মার্কেট-বিপনী বিতানে এ প্রচারণা চালানো হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।
এসময় শহরের চৌমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও বিপণৗ বিতানে প্রচারণা ও জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ রুহুল আমিন, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার ও আসমা উল হুসনা।
জেলা প্রশাসনের নেতৃত্বে এ সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে। আগামী সপ্তাহ থেকে পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।