শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে মাস্ক পরা নিশ্চিত করতে প্রচারণায় জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরা নিশ্চিত করতে প্রচারণা চালাচ্ছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ও মার্কেট-বিপনী বিতানে এ প্রচারণা চালানো হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।

এসময় শহরের চৌমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও বিপণৗ বিতানে প্রচারণা ও জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ রুহুল আমিন, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার ও আসমা উল হুসনা।

জেলা প্রশাসনের নেতৃত্বে এ সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে। আগামী সপ্তাহ থেকে পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com