শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ফিনলে টি ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে ফিনলে টি কোম্পানীর বিভিন্ন চা বাগানের ৭৩ জন গরীব চা শ্রমিককে বিনামুল্যে চক্ষু অপারেশন করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে চক্ষু অপারেশন সফলভাবে সম্পন্ন করে তাদের ঘরে পৌছে দিয়েছে বাগান কতৃপক্ষ। এসময় সদ্য দৃষ্টি ফিরে পাওয়া সকল শ্রমিককে ফিনলে টি কোম্পানীর পক্ষ থেকে মিষ্টিমূখ করান ফিনলে টি এর চীফ অপারেটিং অফিসার তাসীন আহমদ চৌধুরী, ডা. নাদিরা খানম ইএমও, ডা. মাহফুজ আক্তার খান, ডা. এনামুল হক ইএমও ও মারুফুর রহমান প্রমূখ।
স্বাধীনতার মাসে ফিনলে টি কোম্পানী ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চোখে ছানিপড়া ২৯ জন পুরুষ ও ৪৪ জন নারী চা শ্রমিকের চোখের সফল অপারেশন হয়। তারা আগে অন্যের সাহায্য নিয়ে চলতে হতো । নতুনভাবে দৃষ্টি ফিরে পেয়ে এসব দরিদ্র চা শ্রমিকরা আনন্দিত হয় এবং তারা বাগান কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।