শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন দু’দিন ব্যাপী উন্নয়ন প্রদর্শনী মেলা ও মেলাকে ঘিরে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২৭ ও ২৮ মার্চ কিশলয় জুনিয়র হাই স্কুল মাঠে মেলাসহ গৃহীত কর্মসূচিগুলো পালিত হবে বলে সংবাদপত্রে প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতি বহু আকাঙ্খিত স্বাধনিতা অর্জন করে ১৯৭১ সালে। ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরব অর্জন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এ অজর্ন নতুন প্রজন্মে উৎসর্গ করেছেন। এ প্রেক্ষাপটে বাহুবল উপজেলার সকলকে সম্পৃক্ত করে উপজেলা প্রশাসন, বাহুবল কর্তৃক আগামী ২৭ ও ২৮ মার্চ ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্ষ ও আড়ম্বরের সাথে উদযাপন উপলক্ষে দু’দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৭ মার্চ সকাল ১০টায় র্যালি ও উদ্বোধন, সকাল সাড়ে ১০টায় “স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১১টায় উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী, সাড়ে ১২টায় মেলার স্টল পরিদর্শন, বিকাল ৪টায় তরুনদের জন্য- জারি পিতার জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র ভিডিও প্রদর্শনী, স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্যসমৃদ্ধ চিত্র/ ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ মার্চ সকাল ১০টায় “রূকল্প ২০৪১ : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক সেমিনার, দুপুর ১২টায় উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, দুপুর আড়াইটায় স্থানীয় বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শনী, বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠান।