শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনাভাইরাস রোধে দেশে সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা করেছে সরকার। সেই সাথে স্বাস্থ্যবিধির ১৮ দফা প্রদিপালনের নির্দেশনা দেওয়া হয়। দেশব্যাপী লকডাউনের আজ প্রথমদিন। সোমবার (৫এপ্রিল) দুপুরে সরজমিন শহর ঘুরে দেখা যায়, অধিকাংশ মার্কেট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু সংখ্যাক ছোট ব্যবসা প্রতিষ্ঠান আংশিক খোলা রয়েছে। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম শহরের বিভিন্ন মার্কেট-ও বাজার এলাকায় ঘুরেঘুরে হ্যান্ডমাইকে সপ্তাহব্যাপী লকডাউন প্রতিপালন ও স্বাস্থ্যবিধির ১৮দফা প্রতিপালনে প্রচারণা চালান।
এসময় নির্বাহী অফিসার নজরুল ইসলাম লকডাউন প্রতিপালনে শ্রীমঙ্গল ব্যসায়ীদের সহযোগিতা চান। তিনি কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মার্কেটের ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন, কাচাঁবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান নিয়ম মেনে বিকেল ৪ টায় এক সঙ্গে বন্ধ করতে হবে।
তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে আরো কঠোর ভাবে লকডাউন পালন করা হয়। একমাত্র আমাদের দেশে ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানদারদের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। প্রচারণায় শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপ্লেক্সেরর পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানা পুলিশ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।