শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্ধশতাধিক মামলা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলায় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকার অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক নির্দেশনায় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ, মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার জেলায় এ ভ্রাম্মমাণ আদালত পরিচালিত হয়।

মঙ্গলবার (৬এপ্রিল) সকাল থেকে রাত অবদি চলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্টান ও ব্যাক্তিকে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৩৮ হাজার চারশত টাকার অর্থদন্ড দেওয়া হয় এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালনে এমন অভিযান চলমান থাকবে বলে জেলা প্রশাসন সুত্র জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com