মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

চুনারুঘাটে বন্য শুকরের আক্রমণে বৃদ্ধার মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে বন্য শুকরের আক্রমণের শিকার হয়ে পূর্ণিমা মুন্ডা (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১১ এপ্রিল) দুপুরে নালুয়া চা বাগানের গোটি বাড়ি ১৬ নম্বরের পাশে জঙ্গলে (ভারত-বাংলাদেশ) লাকড়ি আনতে গেলে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে- আহত অবস্থায় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় নালুয়া চা বাগানের হাসপাতালে নিয়ে আসলেও সেখানে ডাক্তারের অনুপস্থিত থাকায় তাকে অটোরিকশা করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অসহ্য যন্ত্রণায় পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- পূর্ণিমা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। গালে ও বুকের ডান পাশে শুকরের দাঁতের কামড়ের ক্ষতচিহ্নও রয়েছে।

প্রতিবেশিরা জানান- পূর্ণিমা মুন্ডা নালুয়ার পশ্চিমটিলার মৃত গোপেশ মুন্ডার সহধর্মিণী। তার একটিমাত্র মেয়ে ছিলো। প্রতিদিনই তিনি অন্যদের সাথে নিজের ঘরের জন্য শুকনো ডালপালা আনতে জঙ্গলে যেতেন। তিনি খুব হাসিমাখা ও চঞ্চল স্বভাবের ছিলেন। তবে কানে শুনতে না পারার কারণে সবাই তাকে বয়রি বলে ডাকতো। তার এমন মর্মান্তিক মৃত্যুতে চা বাগানবাসী দুঃখ প্রকাশ করেন।

এদিকে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com