বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। এর আগে গতকাল সর্বোচ্চ ১১২ ও গত পরশু ১০২ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৫৮৮ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও চার হাজার ৫৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ২৭ হাজার ৭৮০ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও চার হাজার ৫৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯১ জনের মধ্যে ৫৮ জন পুরুষ ও ৩৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৮ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৪ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৮১১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২৮ হাজার ১১১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা এক হাজার পাঁচ। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ২৪৩টি। এখন পর্যন্ত সারাদেশে ৫৭ লাখ ২৯ হাজার ১৪৭ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ১৫ লাখ সাত হাজার ২৮৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।