বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভোরে হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

তরফ নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। এছাড়া আমীর হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব হয়েছেন আল্লামা নুরুল ইসলাম।

আর অরাজনৈতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে দুই সদস্য করা হয়েছে- মওলানা সালাউদ্দিন ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীকে। পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি অতিদ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।

কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার ঘন্টা চারেক পর নতুন এই আহবায়ক কমিটির ঘোষণা দেয়া হলো।

ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় কমিটির ঘোষণা করেন আল্লামা নুরুল ইসলাম। তিনি এই আহবায়ক কমিটির মহাসচিব হয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। পরবর্তীতে পরামর্শক্রমে আমাকে দায়িত্ব দিয়েছেন আহবায়ক কমিটি গঠন করতে। উনি (জুনায়েদ বাবুনগরী) ঘোষণা করেছিলেন দ্রুত আহবায়ক কমিটি ঘোষণা করবেন। সেই কমিটির মাধ্যমে হেফাজতে ইসলামের সকল কার্যক্রম পরিচালিত হবে। আমাকে কমিটি গঠন করতে বলেছেন। তাই আমি পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করলাম।

২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে হেফাজতের যাত্রা শুরু। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার তৎকালীন মহাপরিচালক প্রয়াত শাহ আহমদ শফী সংগঠনটির প্রতিষ্ঠা করেন।

এদিকে হেফাজতের ফেসবুকে পেজ থেকে জানানো হয়, চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা করে পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে আহবায়ক কমিটি ঘোষণা করা হলো।

এর আগে গতকাল রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হয়। রাত ১১টায় এক ভিডিওবার্তায় জুনায়েদ বাবুনগরী বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। হেফাজতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে ২৫, ২৬ ও ২৭ মার্চ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত ৩০ জন হেফাজত নেতা সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের তালিকায় আছেন সংগঠনটির আরও দুই শতাধিক নেতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com