বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বড়লেখায় ভোক্তার বাজার মনিটরিং, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার ( ২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এ তদারকি ও অভিযান চালানো হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা উপজেলার পৌর মার্কেট, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে আর্ম পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার এর পরিচালক মোঃ আল- আমিন জানান, আজকের অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করার তাকে রাখাসহ বিভিন্ন অনিময়ের দায়ে পৌর মার্কেটে অবস্থিত মাহির ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, রুহেল ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, সুমন ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com