শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

মৌলভীবাজারে বাজার তদারকির লক্ষে ভোক্তা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বাণিজ্য মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বিশেষ সেবা সপ্তাহ-২০২১, পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলাসহ দেশের সবকটি জেলায় আগামী সাতদিন এই সেবা সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার তদারকির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে সঠিকভাবে পণ্য দ্রব্য ভোক্তা পর্যন্ত পৌঁছার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হবে।

সাধারণ মানুষদের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম জানানো এবং ক্রেতা বিক্রেতাকে সচেতনতার পাশাপাশি টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি জোরদার করা হবে। একই সাথে মাস্ক বিতরণসহ সমগ্র জেলায় করোনায় স্বাস্থ্য সচেতনতায় বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সকাল ১১টায় ট্রাকশো উদ্ধোধনের মাধ্যমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ বেলা ১২ টায় জেলা প্রশাসকের বাস ভবনের সম্মুেখ জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে থেকে উদ্বোধন করেন।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বকশী ইকবাল আহমেদ, ডা. এ.কে জিল্লুল হক, মৌলভীবাজার ক্যাব শাখার সভাপতি, এডভোকেট আবু তাহের, ব্যবসায়ী নেত্ববৃন্দসহ, সাংবাদিকবৃন্দ এবং মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com