শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মার্কেটগুলোতে ক্রেতা সেঁজে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা ও মোবাইল ফোন। ঈদের বাজারে লোকজনের সমাগম বেশি হওয়ায় এ সুযোগকে কাজে লাগাচ্ছে এসব চক্র। যেখানে ভিড় সেখানেই সক্রিয় নারী পকেটমার ও ছিনতাইকারী চক্র। কিছু বুঝে ওঠার আগেই লোকজনের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও মানিব্যাগ কৌশলে ছিনিয়ে নিচ্ছেন এ চক্রের সদস্যরা। ঈদের কেনাকাটা করতে আসা লোকজন তাঁদের শিকার হচ্ছেন। তবে জানাযায় এ চক্রে নারী সদস্যরাই বেশী৷
শহরের শাপলা সুপার মার্কেট, এমবি ক্লথ স্টোর, বিলাস শপিং সেন্টার, মিতালী ম্যানশন, খাতুন ম্যানশন, নিউ মার্কেট ও সাইফুর রহমান মার্কেটসহ বিভিন্ন মার্কেটে সক্রিয় এ চক্রের সদস্যরা৷ মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা জানান শ্যামলী আবাসিক এলাকার আলেয়া বেগম৷
তিনি জানান, রোববার আমি আমার ভাই ও ভাবীকে নিয়ে প্রথমে যাই শাপলা মার্কেটে, সেখানে কিছু জিনিস ক্রয় করি টাকা আমার ভাই পরিশোধ করে ফেলে৷ পরে যাই সপ্ন ও এমবি ক্লথ স্টোরে৷ সবচেয়ে ভীড় ছিল এমবি ক্লথ স্টোরের তৃতীয় তলায়৷ হঠাৎ ছেলে মেয়ে কিছু খাবে বললে নিচে নেমে এসে দুটো আইসক্রীম দেই, যেই টাকা দেব দেখি ব্যাগের সব চেইন খুলা ব্যাগে থাকা টাকা এবং মোবাইল ফোন নাই, সাথে সাথে এমবি ক্লথ স্টোরের সিসি টিভির ফুুুুটেজ দেখতে গেলে তারা বলেন, এখন ভীড় বেশী সন্ধ্যার পরে ফুটেজ দেখতে পারবেন৷ আমার মনে হয় ভীড়ের মধ্যেই আমার ব্যাগ থেকে নগদ সাড়ে ১০হাজার টাকা ও নতুন ভিভো মোবাইল ফোনটি নিয়ে যায় চুরেরা৷
বিরাহীমপুর আবাসিক এলাকার কলেজ ছাত্রী লাকী আক্তার জানান, গত ১৬ রমাদ্বান ২৯এপ্রিল দুপুরে হবিগঞ্জ রোডস্থ বাটা জুতার দোকানের সামনে রাস্তা পারাপারের সময় হঠাৎ এক মহিলা আমার সাথে ডাক্কা লাগে এর কিছুক্ষণ পর দেখি আমার মোবাইল ফোন নাই সাথে সাথে ঐ মহিলাকে খুঁজি হঠাৎ কোথায় হারিয়ে গেল খুঁজে পেলাম না৷ আমার মোবাইল নাম্বারে কল দিলে দেখি ফোন বন্ধ৷
এ ব্যাপারে পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর তরফ নিউজকে বলেন, ঈদবাজারকে ঘিরে সাদা পোষাকে এক্স-ওয়ান ও এক্স-টু নামে দুটি টিম এবং তিনটি মোবাইল টিম মাঠে নিরাপত্তার জন্য কাজ করছে৷ তিনি আরো বলেন, ভিড়ের মধ্যে একটু সাবধানে চলাফেরা করলে এরা সুযোগ পাবে না৷