বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। কর্মহীন হয়ে পড়েছে দেশের লাখ লাখ মানুষ। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলো পড়েছে বেশ বিপাকে। তবে এ সমস্যা লাঘবে দেশব্যাপী সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, প্রাশাসনিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে নিম্ন ও মধ্য আয়ের পরিবারকে খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে।
এরই ধাকাবাহিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক ও শিশু সংগঠন শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার ৬মে রাতে প্রায় অর্ধ শতাধিক অসহায় দুস্থ্য পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয় ৷
এ সময় উপস্থিত থেকে রাতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির সভাপতি এনাম হোসেন চৌধুরী মামুন ও সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম রুম্মন ৷
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সহ-সভাপতি জহির উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ যোবায়ের আহমেদ, সদস্য শফিক মিয়া, জুম্মন আহমেদ প্রমুখ ৷
সংগঠনের সভাপতি মামুন চৌধুরী বলেন, দেশের এই দুর্যোগ মুহুর্তে ঘরবন্দি নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলোকে না খেয়ে থাকতে যেন না হয় সেজন্যই ফুলকলি সোসাইটি এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ৷
শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটি একটি সামাজিক ও শিশু সংগঠন যারা আর্থিক অনুদান দিয়ে এ কার্যক্রমে সহযোগীতার হাত বাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এসআই রুম্মন ৷ তিনি বলেন সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা সবাই নিম্ন ও মধ্য আয়ের মানুষের পাশে দাঁড়ালে মানুষগুলোকে না খেয়ে কষ্ট করতে হবে না। আসুন সবাই অসহায় মানুষের পাশে দাঁডাই রাতের আঁধারে ৷
অপর দিকে গত ২৯ এপ্রিল শ্রীমঙ্গলের ঐতিয্যবাহী ক্লাব গোল্ডেন ক্লাব ১৫০জনকে খাদ্য সামগ্রী ও বিশ জনকে ১হাজার করে নগদ ২০হাজার টাকা প্রদান করা হয় ৷